IIW: নিজস্ব প্রতিনিধি, বিকাশ ভট্টাচার্য্য, ধর্মনগর :- দুইদিন ধরে ছিনতাইবাজের আতংকে ধর্মনগর শহর, রবিবার সকালে মিশন রোড থেকে শেলি বিশ্বাস নামে এক মহিলার হাত থেকে একটি মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় এক যুবক। ঘটনার বিবরণে জানা যায় একটি নম্বর বিহীন লাল রঙের স্পেলন্ডার বাইকে করে হেলমেট পরে এক যুবক এই ঘটনাটা ঘটায়। অভিযোগ যায় থানায়, কিন্তু ছিনতাইবাজের কোন সন্ধান পায় নি পুলিস। আজ সকাল সাড়ে ৮টায় আবার ঐ যুবক শিববাড়ী রোড থেকে শিবানী সরকার নামে এক মহিলার হাত থেকে একই কায়দায় মানি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। মহিলার মানিব্যাগে ছিল এটিএম কার্ড নগদ তিন হাজার টাকা সহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র। খবর দেওয়া হয় থানায়, প্রায় দুই ঘণ্টা পর অভিযুক্ত যুবক সুজিত শর্মাকে (২১) আটক করতে সক্ষম হয় পুলিস। তার বাড়ী আলগাপুর ১ নম্বর ওয়ার্ডে বাবা স্বর্গীয় সুনীল শর্মা। বাইক সহ ছিনতাইবাজকে থানায় নিয়ে আসা হয়। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত সুজিত শর্মা স্বীকার করে যে সে গতকাল থেকে এই দুটি ঘটনা করেছে এবং ছিনতাই করা জিনিস সে ফিরিয়ে দেবে। পরে ধর্মনগর থানা তার বাড়ী থেকে ছিনতাই করা জিনিস উদ্ধার করে। ধর্মনগর থানা একটি ছিনতাইয়ের মামলা নিয়েছে, মামলা নম্বর ১৬৯/১৮ বলে সূত্রের খবর।
0 Comments