বরখাস্ত অফিসারদের ফাইলে সাক্ষর করলেন শিক্ষা মন্ত্রী রতনলাল নাথ।


IIW: আবীর রায়, নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- শিক্ষা দফতরের বেশ কয়েকজন কর্মীকে বরখাস্ত করার আদেশে সাক্ষর করলেন খোদ শিক্ষা দফতরের মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহাশয়। সূত্রের খবর, রাজ্য সরকারের সাথে বিশ্বাসঘাতকতার জেরেই নাকি এই বরখাস্তের নির্দেশ। খবরে প্রকাশ, বেতন সংক্রান্ত কোনো আরওপি তৈরি হওয়ার আগেই ভার্মা কমিটির  সুপারিশ অনুযায়ী বর্ধিত বেতন একাংশ কর্মচারীর হাতে তুলে দিয়েছেন ধলাই জেলার শিক্ষা দফতরের কিছু আধিকারিক। দফতরের কোনো রকম বিজ্ঞপ্তি ছাড়াই বর্ধিত বেতনের কাগজে চোখ বন্ধ করে অনুমোদন করে দিয়েছেন ট্রেজারি অফিসার নিজেও। ঘটনা প্রকাশ পেতেই  সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। বিপাকে পড়ে সরকার। নড়েচড়ে বসলেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। ত্রিপুরা মধ্য শিক্ষা পরিষদের অধিকর্তা ইউ কে চাকমার সাথে শিক্ষা মন্ত্রীর আলোচনা সাপেক্ষে কয়েকজন অফিসার কে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

Post a Comment

0 Comments