IIW: বিকাশ ভট্টাচার্য্য,নিজস্ব প্রতিনিধি,ধর্মনগর :- শুক্র মনি ও মানিক বড়ুয়া দের মত পুলিশ অফিসারের কারণে উত্তর জেলা পুলিশের ইমেজ কিছুটা নষ্ট হলেও নেশা বিরোধী অভিযানে এখনো পুলিশের তৎপরতা সেই একই ধারায় রয়েছে। ডি আই বি ডি এস পি বিক্রম জিৎ শুক্ল দাস গোপন সূত্রের খবরের ভিত্তিতে পানিসাগর এর চামটিলা থেকে টিআর০৫-৩০৫১ নম্বরের যাত্রীবাহী অটো থেকে ২৮০ লিটার দেশী মদ উদ্ধার করেন। আটক করা হয় অটোচালক প্রদীপ চৌধুরী কে। জানা যায় পেচারতল থানা এলাকার নবীন ছড়া থেকে এই দেশী মদ গুলি ধর্মনগর নিয়ে আসা হচ্ছিল। গোয়েন্দা শাখার ডিএসপির কাছে খবর আসতেই তিনি আসাম আগরতলা জাতীয় সড়কের চামটিলায় উৎ পেতে বসে থাকেন। আর তাতেই এই সাফল্য আসে।
0 Comments