IIW: নিজস্ব প্রতিনিধি, বিকাশ ভট্টাচার্য্য :- আগর চোর কে গন ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনতা। ঘটনা কদমতলা থানা এলাকার কালা গাঙ্গের পার এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ এই এলাকারই দাগি চোর সামসুল হক প্রায় প্রতিদিন রাতেই বাড়ি থেকে আগর চুরি করে নিয়ে যায়। গভীর রাতে গৃহকর্তারা যখন ঘুমে থাকেন তারই সুবিধা নিয়ে সামসুল আগর গাছ কেটে নিয়ে যায়। কথায় আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন অবশেষে আগর গাছ কেটে নেওয়ার সময় হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। পরে তাকে গনধোলাই দিয়ে কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রসঙ্গত কদমতলা থানার পুলিশ ও এই চোরের সন্ধান জারি রেখেছিল। অবশেষে এলাকাবাসীর তৎপরতায় ধরা পড়ল এই দাগী চোর। বর্তমানে এই চোর কদমতলা থানার হেফাজতে রয়েছে। তাকে আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি পার্থ চক্রবর্তী।
0 Comments