কাঞ্চনপুর মিলন সংঘের ৬৮ তম কালী পুজো উদ্বোধন হল আজ।


IIW: নিজস্ব প্রতিনিধি,রুপঙ্কর মগ :- কাঞ্চনপুরের মিলন সংঘ এবার তাদের ৬৮ তম কালী পুজো। জমকালো আয়োজন। উৎসাহ উদ্দীপনার পারদ আকাশ ছুঁই-ছুঁই। পুজো মণ্ডপ উদ্বোধন হল আজ। এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টিআইডিসির চেয়ারম্যান টিংকু রায় মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের এমএলএ প্রেম কুমার রিডিং, বিশিষ্ট সমাজ সেবক ভাবতোষ দাস, এমডিসি ললিত দেবনাথ, দশদা আরডি ব্লক বিএসি চেয়ারম্যান জীরেন্দ্র রিয়াং ও প্রবীন নাগরিক শৈলেন্দ্র নাথ মহোদয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বিষয়ের সাথে মিলন সংঘের সভাপতি এটাও জানান যে ৬৮ তম বর্ষে তাদের বাজেটের এই পুজো। তবে তারা আগামী দিনে আরো ভালো আরো নুতন কিছু করার অঙ্গীকার বদ্ধ।

Post a Comment

0 Comments