IIW: দেবাশিস দত্ত, নিজস্ব প্রতিনিধি,কৈলাসহর :- অবশেষে বহু কষ্টে পুলিশের জালে উঠলো বিশ্বজিৎ দাসের হত্যাকারী তথা গাড়ি চালক তাহিব সুলতান। ত্রিপুরা পুলিশের একটি বিশেষ দল আসাম পুলিশের সাহায্য নিয়ে তাহিব সুলতানকে আসামের বাজারিছড়া এলাকা থেকে জালে তুলে। ঘটনার সুত্রপাত গত ১০ সেপ্টেম্বর ২০১৮ ইং ভারত বন্ধের দিন, কৈলাসহর ধর্মনগর রাস্তার ধারে চিনিবাগান এলাকায় একটি কুয়ো থেকে অজ্ঞাত অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। পরবর্তীতে ১৪ সেপ্টেম্বর ঐ মৃত ব্যক্তির পরিচয় জানা যায়। মৃতের নাম বিশ্বজিৎ ঘোষ, বাড়ি আসামের করিমগঞ্জ জেলার সুপ্রাকান্দি এলাকায়। এও জানা যায় হত্যার আগে বিশ্বজিৎ একটি গাড়ি নিয়ে করিমগঞ্জ থেকে বেরিয়ে ছিল। যদিও পুলিশ তার মৃত্যুর পরে গাড়িটি কৈলাসহরের হকার্স কর্নার থেকে উদ্ধার করেছিল। পুলিশ বিশ্বজিৎ হত্যার তদন্তে নেমে আন্তরাজ্য গাড়ি পাচার, চুরি, ডাকাতি, খুন সহ বিশাল একটি রেকেটের তথ্য পায়।পরবর্তীতে তথ্যের সূত্র ধরে আগেই দুই অভিযুক্ত সালাম উদ্দিন ও মুজিবর রহমানকে আটককরে। কিন্তু মূল অভিযুক্ত তাহির সুলতান এত দিন পলাতক ছিল। অবশেষে রাজ্যের পুলিশ আসাম পুলিশের সহযোগিতা নিয়ে তাহির সুলতান কে গ্রেফতার করলো। মঙ্গলবার তাহিরকে কোর্টে তুললে ৩ দিনের পুলিশ রিমান্ডের আদেশ দেয় আদালত।
0 Comments