IIW: ধর্মনগর, নিজস্ব প্রতিনিধি, বিকাশ ভট্টাচার্য্যঃ নেশামুক্ত ত্রিপুরার বাস্তব রূপ দিতে ক্লাবগুলির প্রতি আহ্বান রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ত্রিপুরা থেকে নেশার মুক্তি হলে মহিলাদের ওপর সংঘটিত অপরাধ কমবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। আজ ধর্মনগরের আমরা সবাই ক্লাব, ওয়াই এম সি ও বয়েজ ক্লাবের পূজো মন্ডপে গিয়ে এ কথাগুলি বলেন বিপ্লব কুমার দেব। ক্লাবগুলোকে সামাজিক কাজে আরো এগিয়ে আসার জন্য অনুরোধ রাখেন মুখ্যমন্ত্রী। সহধর্মিনী নীতি দেব কে নিয়ে আজ মুখ্যমন্ত্রী ধর্মনগরে আছেন। উনাকে অভ্যর্থনা জানাতে হেলিপ্যাডে জান ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় ও রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন। ধর্মনগরের বয়েজ ক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী র ত্রাণ তহবিলে 10 হাজার টাকা দেওয়া হয়। অন্যদিকে আমরা সবাই ক্লাব এ মুখ্যমন্ত্রী নিজ হাতে গরীব দুস্থদের হাতে বস্ত্র তুলে দেন। আলোর উৎস দীপাবলিতে সমস্ত রাজ্যবাসীর শুভ কামনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
0 Comments