ধর্মনগর সরকারী মহাবিদ্যালয়ের ভেতরেই বিষ পান করে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা।


IIW: নিজস্ব প্রতিনিধি, ধর্মনগরঃ ধর্মনগর সরকারী মহাবিদ্যালয়ের কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী পেয়ালী নাথ ( ১৯ ) বাড়ি কালাছড়ার লক্ষীনগর, কলেজের ভেতরেই বিষ পান করে আত্মহত্যার চেষ্ঠা করে। সহপাঠীরা দেখতে পেয়ে মহিলা থানায় খবর দেয়। কিন্তু মহিলা থানার নিয়মের ব্যতিক্রম হয় নি। বিলম্বিত বোধোদয় হয় তাদের। বাধ্য হয়েই সহপাঠীরা পেয়ালী কে ধর্মনগর হাসপাতালে ভর্তি করে। পেয়ালী এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পেয়ালীর এই বিষ পানের সঠিক কারন এখনো জানা যায়নি।

Post a Comment

0 Comments