IIW: নিজস্ব প্রতিনিধি,রুপঙ্কর মগ, কাঞ্চনপুর :- গত ০৩/১১/২০১৮ ইং তারিখে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও প্রতিমা ভৌমিক মহোদয়ার যৌথ প্রয়াসে এমএলএ প্রমোদ রিয়াং এর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল আসন্ন মিজোরাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মিজোরামের মমিত জেলার, ৪০/২ ও ৪০/৩ দুটি বিধানসভা কেন্দ্রে প্রচারে পাঠানো হয়। মিজোরাম প্রচার থেকে নাইসিং পাড়া ফেরার পথে প্রতিনিধি দল কাঞ্চনপুর রেভিনিউ ডিপার্টমেন্টের ডাক বাংলায় ০৮/১১/২০১৮ তারিখে কাঞ্চনপুর মিডিয়া ক্লাবকে ডেকে এক প্রেস বিবৃতিতে জানান, মিজোরাম গিয়ে প্রতিনিধি দল সরকার পরিবর্তনের পক্ষে বিপুল সাড়া পেয়েছেন। মামিতে মোট ২২ হাজার ভোটারের মধ্যে ৯৭৫০ ভোটার ব্রো, চাকমা ২৭০০ বাকি মিজো এবং হচাকে মোট ভোটার ২২৭৫০, এর মধ্যে ৯০০০ ব্রো, চাকমা ৩৫০ ও বাকিরা মিজো। প্রায় প্রতিটি জায়গায় তারা আলোচনা করে ইতিবাচক সাড়া পেয়েছেন। তবে সমস্যা ও অনেক আছে, যমন রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, ব্লক নেই, প্রয়োজনের তুলনায় রেশন সোপ নেই, শিক্ষা ব্যবস্থার বেহাল দশা এমন কি পানীয় জলের ও সুব্যবস্থা নেই। প্রতিনিধি দল প্রতিশ্রুতি বদ্ধ সরকার পরিবর্তন হলে এই সব, সমস্যার সমাধান তারা করবেন। যা কংগ্রেস সরকার এতদিন ধরে করতে পারেনি। এর সাথে সরকার বৃদ্ধ ভাতা, এলপিজি গ্যাস ও মহিলাদের সম্মান রক্ষার ব্যবস্থাও করবে। আজ তারা নাইসিংপারা শরণার্থী শিবিরে প্রচার শেষে কাঞ্চনপুর থাকবেন। আগামী কাল সকালে আবার মিজোরামের উদ্দেশ্যে রওনা দেবেন। এমএলএ প্রমোদ রিয়াং জানান, মিজোরামে প্রচার চালাতে হলে যথেষ্ঠ নিরাপত্তার ব্যবস্থা থাকা বিশেষ প্রয়োজন। নিরাপত্তার জন্য আরো সামরিক বাহিনীর প্রয়োজন তিনি বোধ করছেন। আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, এমএলএ প্রমোদ রিয়াং, বিজেপি রাজ্য কমিটির সদস্য গৌরী শংকর রিয়াং, সাউথ ডিস্ট্রিক্ট মেম্বার ( বিএমএস ) রানা কিশোর রিয়াং, জনজাতি মোর্চার রাজ্য সদস্য সঞ্জিত রিয়াং, জনজাতি মোর্চার ( শান্তির বাজার ) উপেন্দ্র রিয়াং মহাশয়।
0 Comments