সুস্মিতাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে পালিয়ে যায় বন্ধু পিক্লু।


IIW: নিজস্ব প্রতিনিধি,  বিকাশ ভট্টাচার্য্য,ধর্মনগর :- দীপাবলির রাতে বাইক দূর্ঘটনার পর আহত বান্ধবী কে রাস্তায় ফেলে রেখে  পালালো যুবক। ঘটনার বিবরনে যানা যায় ধর্মনগর পোস্ট অফিস রোড এর বাসিন্দা শৈলেন্দ্র দেবনাথের মেয়ে সুস্মিতা দেবনাথ  ধর্মনগর দীঘলবাক নেতাজি চৌমুহনী এলাকার পিক্লু দেব নামে এক যুবকের বাইকে চড়ে বুধবার রাতে সম্ভবত কালীপুজো দেখতে বের হয়। রাত আনুমানিক ১০•৩০ টা নাগাদ  পিকলু ও সুস্মিতা কলেজ রোড এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। সুস্মিতা বাইক থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার এই চিত্র দেখে এলাকাবাসী ও পথচলতি জনতারা এগিয়ে আসেন। মারাত্মক আহত হয় সুস্মিতা। খবর দেওয়া হয় ধর্মনগর আরক্ষা দপ্তরকে। আরক্ষা দপ্তরের গাড়ি ঘটনাস্থলে পৌঁছলেই বিবেক শূন্য পিকলু দেব সুস্মিতাকে রেখে বাইক নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে সুস্মিতার সাথে কাউকে দেখতে না পেয়ে এলাকাবাসীর সহযোগে সুস্মিতাকে ধর্মনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আশ্চর্যজনক ব্যাপার পিকলু ঘটনাস্থল থেকে বাইক নিয়ে কেটে পড়লেও পরবর্তী সময় একবারের জন্য সুস্মিতা কে দেখতে হাসপাতালে যান নি এমনকি সুস্মিতার পরিবার-পরিজনদের ও খবর দেননি।বৃহস্পতিবার সকালে সুস্মিতার পরিবার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান।
এখন প্রশ্ন হচ্ছে আজকের উন্নত সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে এদেশের যুব সমাজ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার বদলে সহচরী কে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে পালিয়ে যায়  তবে কি এ দেশ এগোবে ? দুর্ঘটনা হতেই পারে, তাই বলে কি সভ্য সমাজের সভ্য মানুষ হয়ে আহত কে রাস্তায় ফেলে পালিয়ে যাওয়া উচিত? তার উপর রাত সাড়ে দশটায় নিজের সহচরী এক যুবতীকে? এই ঘটনা সমাজের চোখে আঙুল দিয়ে  দেখিয়ে দিচ্ছে এ সমাজ মনুষ্যত্বের বিকাশে এখনো অনেক পিছিয়ে। তবে পিক্লুর ঘটনা স্থল থেকে পালানোর ঘটনায় ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গুঞ্জন শুনা যাচ্ছে।স্বাভিক ভাবেই ধারনা করা যাচ্ছে পিক্লুর ঘটনা স্থল থেকে পালানোর পিছনে অদৃশ্য কোন কারন রয়েছে।
বর্তমানে সুস্মিতার শিলচরে চিকিৎসা চলছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই পিকলু দেব যদি সুস্মিতাকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতাল ছুটে যেতেন। পাশাপাশি ঘটনা ঘটার কিছু সময়ের মধ্যেই যদি সুস্মিতার পরিবারকে খবর দেওয়া যেত। রাতে যদি সুস্মিতাকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য বহি রাজ্যে পাড়ি দেওয়া যেত তবে হয়তো সুস্মিতার পরিবার এখন অনেকটাই চিন্তামুক্ত হতেন।

Post a Comment

0 Comments