IIW: দয়ানন্দ চৌধুরী,নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- শুক্রবার সকাল ১১ টা নাগাদ পানিসাগর এলাকার পশ্চিম পানিসাগর পঞ্চায়েত অফিসে ত্রিপুরা মৎস্য দফতরের উদ্যোগে পানিসাগর মৎস্য দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে মাছের উৎপাদন, মাছ চাষের উন্নত পরিষেবা এবং মৎস্য চাষীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জল ও মাটি পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরে প্রায় ষাটজন মৎস্য জীবি অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন এলাকার উপপ্রধান আশা রানি নাথ। মৎস্য দপ্তরের আধিকারিক শম্পা পাল ও বিশ্বজিৎ দাস উপস্থিত ছিলেন। মৎস্য দপ্তরের সুপার, এ চাকমা বলেন প্রতি কানি ফিশারির জলে১০ থেকে১৫ কিলো চুন দেওয়া বাধ্যতামূলক। কারন, চুন জলের পিএইচ এবং প্লান্টঅনের মাত্রা সঠিক রাখে । তবে প্রাথমিকভাবে জলে মাছ চাষের উপযোগী সার ব্যবহার অপরিহার্য। সাধারণত ১•৫ থেকে ৩ মিলি:লি প্লান্টঅন ৩•৭ থেকে ৮•৫ থাকলে উপযুক্ত পরিবেশে মাছ চাষ ভালো হয়। বিশেষ করে শীতকালীন সময়ে মাছের রোগ প্রতিরোধ করার জন্য বাড়ীতে তৈরি কাঁচা হলুদ মিশিয়ে জলে দেওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়াও পুকুরে শ্যাওলা হলে প্রতি কানি পিছু 20 গ্রাম তূত ব্যাবহার করার পরামর্শ দেন তিনি। মূলত রাজ্যের মৎস্য চাষিরা মৎস্য চাষের মধ্য দিয়ে যেন আরো বেশি স্বনির্ভর হয়ে উঠতে পারে তার লক্ষ্যেই এই শিবিরের আয়োজন করা হয়েছিল।
0 Comments