“কলা উৎসব ২০১৮” শনিবার থেকে মুখরিত ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন ।


IIW: বিকাশ ভট্টাচার্য্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং সমগ্র শিক্ষা অভিযান এর অন্তর্গত “কলা উৎসব ২০১৮” শনিবার থেকে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে শুরু হলো । ১০ ও ১১  নভেম্বর  দু'দিনব্যাপী এই উৎসব চলবে । এই কলা উৎসবে উত্তর জেলার বিভিন্ন স্কুল নাচ ,গান ,বাদ্যযন্ত্র ও অঙ্কন এই চারটি বিষয়ের ওপর প্রতিযোগিতায় অংশ নেবে। শনিবার বেলা ১১ টায় ধর্মনগর বিবেকানন্দ ভবনে উত্তর জেলা ভিত্তিক প্রতিযোগিতামূলক কলা উৎসবের শুভ উদ্বোধন করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহাশয় । এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের বরেণ্য অবসরপ্রাপ্ত শিক্ষক রসিক রঞ্জন গোস্বামীএবং উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তর জেলার শিক্ষা আধিকারিক বরুন দাস মহাশয়। অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক বলেন বর্তমানে অধিকাংশ ঘরের ছাত্র ও অভিভাবকরা কেবলমাত্র পড়াশোনায় ভালো ফলাফল করতেই ব্যস্ত। কিন্তু আমাদের সবার পড়াশোনার সাথে সাথে সাংস্কৃতিক চেতনায় উদ্ভুদ্ধ হওয়া দরকার। একমাত্র সাংস্কৃতি মনস্ক মানসিকতাই মানুষকে সঠিক পথে পরিচালনা করতে পারে। তাই প্রত্যেকের পড়াশোনার সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক বিষয়েও শিক্ষা নেওয়া দরকার। কলা মানে শিল্প অতএব ছাত্র ছাত্রীদের জন্য এই উৎসবের গুরুত্ব পরিসীম। দু'দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রথম দিন মোট তিনটি বিষয়ের ওপর প্রতিযোগিতা হবে। সংগীত প্রতিযোগিতায় ২৩টি বিদ্যালয়, অঙ্কন প্রতিযোগিতায় ২২ বিদ্যালয়, এবং বাদ্যযন্ত্র প্রতিযোগিতায় আটটি বিদ্যালয় অংশগ্রহণ করবে। আগামীকাল কেবলমাত্র নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী বিদ্যালয় গুলো পরবর্তীতে রাজ্য স্তরের কলা উৎসবে অংশগ্রহণ করবে।

Post a Comment

0 Comments