IIW: নিজস্ব প্রতিনিধি, আবীর রায়, আগরতলা :- শনিবারে অর্ধদিবস এবং রবিবারে পূর্ণ দিবস দোকান বন্ধ রাখার আইন উঠলো রাজ্যে। “ দ্য শপ এন্ড এস্টাব্লিসম্যান্ট অ্যাক্ট -১৯৭০ ” আইনের সংশােধন করে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এখন থেকে শনিবার এবং রবিবার রাজ্যের সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান খােলা থাকবে। তবে এইক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিক নিশ্চয়ই ঐ প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের সপ্তাহে একদিন অর্ধদিবস এবং এক দিন পূর্ণ দিবসের ছুটি ভােগ করার সুযােগ দেবেন। এক্ষেত্রে শ্রমিক কর্মচারীরা সাত দিনের মধ্যে যেকোন দুদিন নিজেদের মধ্যে মিলে মিশে ছুটি ভােগ করতে পারবেন। এতে করে শ্রমিককর্মচারীরাও যেমন ছুটি পাবেন তেমনিভাবে রাজ্যের মানুষ ঐ সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে জিনিষপত্র কেনাকাটা করতে পারবেন। মহাকরণে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়ে শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথ জানান, আগের নিয়মানুযায়ী শনিবার অর্ধ দিবস এবং রবিবার পূর্ণ দিবস সমস্ত দোকান পাঠ বন্ধ রাখা বাধ্যতামূলক ছিল। এতে করে সাধারণ জনগণের প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। বিশেষ করে রাজ্যে আগত পর্যটকদের বেশি অসুবিধার সম্মুখীন হতে হত। তাই রাজ্য সরকার পর্যটক এবং সাধারণ জনগণের কথা চিন্তা করে চতুর্থবার এই আইনের সংশােধন করে আইনের ৫নং ধারাতে যে আইন ছিল তা তুলে দেওয়া হয়েছে। শ্রীনাথ জানান, ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলি অর্ধ দিবস এবং পূর্ণ দিবস দোকান বন্ধ রাখলেও দোকানদার কোন শ্রমিককে দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করাতে পারবে না। এছাড়া কোন একটি নির্দিষ্ট দিনে কোন শ্রমিককে ১০ ঘণ্টার বেশি কাজ করাতে পারবে না। এক্ষেত্রে দোকানদার ঐ শ্রমিককে অতিরিক্ত দুই ঘণ্টার জন্য দ্বিগুণ মজুরী প্রদান করতে হবে। উল্লেখ্য, ১৯৮২, ১৯৮৮ এবং ২০০০ সালে এই আইন সর্বশেষ সংশােধিত হয়েছিল।
0 Comments