IIW: দয়ানন্দ চৌধুরী,নিজস্ব প্রতিনিধি,পানিসাগর :- শ্যামা পুজো উপলক্ষ্যে দামছড়া আরক্ষা দপ্তরের উদ্যোগে শুক্রবার রাত সাত টায় আয়োজন করা হয় গরীব-দুস্থ দের মধ্যে বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের শুভ সুচনা করেন উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফ্রান্সিস ডারলং। এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক রাজিব সুত্রধর মহাশয়, দামছড়া ব্লক আধিকারিক পীযুষ দেব মহাশয়, দামছড়া থানার ওসি অমল দববর্মা মহাশয়, উপস্থিত ছিলেন দামছড়ার বিশিষ্ট সমাজ সেবক রমেন্দ্র চৌধুরী ও রবীন্দ্র রিয়াং মহাশয়। উক্ত অনুষ্ঠানে দামছড়াকে নেশা মুক্ত ত্রিপুরা গড়তে প্রাধান্য দিতে আলোচনা করা হয়। কারন, সমগ্র ত্রিপুরার মধ্যে মাদক জাতিয় দ্রব্য ড্রাগ ব্যবহারে দামছড়া একটা বিশেষ স্থানে আছে। এই অশুভ শক্তির করাল ছায়া থেকে বর্তমান যুব সমাজকে বেরিয়ে আসতে আহবান করা হয়। তাছাড়াও মোট ৫০ জনের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেওয়া হয়। দামছড়া এলাকার আরক্ষা দপ্তরের এই ধরনের জনমুখি সমাজসেবা মুলক কর্মজঙ্গকে স্বাগত জানিয়েছেন সমগ্র মহকুমা বাসী। আগরতলার শিল্পী বন্ধুদের সাংস্কৃতিক অনুষ্ঠান এক অন্য মাত্রা যোগ করে। এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করতে পেরে খুব খুশি দামছড়া আরক্ষা দপ্তর।
0 Comments