যিনি এতকাল রক্ষকের ভূমিকায় ছিলেন তাকেই নিঃস্ব করে গেল নিশি কুটূম্বের দল।


IIW: নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- যিনি এতকাল রক্ষকের ভূমিকায় ছিলেন তাকেই নিঃস্ব করে গেল নিশি কুটূম্বের দল। দারোগার বাড়িতেই চুরি! বাড়ির পেছনের দরজা ভেঙে ঘরে ঢোকে নগদ অর্থ সহ সোনাদানা নিয়ে চম্পট দিলো চোর। ঘটনা ধর্মনগর রাজবাড়ী  তিলথৈ-বটোরসি রোডের গোল্ডন ভ্যালি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের সন্নিকটে। যদিও দারোগা বর্তমানে অবসরপ্রাপ্ত। নাম গোপাল সিনহা।  ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার গোপাল সিনহার স্ত্রী ও মেয়ে রাত ৮টা নাগাদ  বাড়ি থেকে পুজো দেখতে বের হয়। শুক্রবার গোপাল সিনহাও বাড়িতে ছিলেন না । এই নির্জনতার সুযোগ নিয়ে চোরের দল বাড়ির পেছনের দেওয়াল টপকে পেছনের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে পরে। মা ও মেয়ে রাত আনুমানিক ১১•৩০ টায় ঘরে এসে দেখতে পায় পেছনের দরজা ভাঙ্গা ।ঘরের আলমারির দরজাও খোলা। খানিকের  মধ্যে খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা ছুটে আসেন।খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। ছুটে যান থানা কর্তৃপক্ষ। জানা গেছে চোরের দল আলমারি থেকে নগদ অর্থ সহ বেশ সোনাদানা নিয়ে পালিয়ে গেছে। শীত না ঢোকতেই চোরের উপদ্রবের পাশাপাশি পুলিশ কর্মীর বাড়িতেই চুরি এলাকা বাসীকে বেশ চিন্তায় ফেলেছে।

Post a Comment

0 Comments