দুষ্কৃতীরা ভাঙ্গল কৈলাশহর ফ্রেন্ডস ক্লাবের কালী পুজোর আলোক সজ্জার সামগ্রী।


IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি,কৈলাশহর :- রাতের অন্ধকারে কতিপয় দুষ্কৃতী দ্বারা কালীপুজোর আলোকসজ্জাসহ বিভিন্ন সাজসজ্জা নষ্ট করে দেওয়ার প্রতিবাদে শনিবার সকাল ১১ টা থেকে কৈলাশহর শ্রীরামপুর রাস্তা অবরোধ করল ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা। ১৬ বছর যাবত কৈলাশহরের ফ্রেন্ডস ক্লাব কৈলাশহর শ্রীরামপুরের সূর্যমনি নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পুজো করে আসছে। কিন্তু এবার স্কুল কর্তৃপক্ষ স্কুল মাঠে পুজো করার অনুমতি দেননি। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ স্কুলের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে স্কুল মাঠে পুজো করেন। পাশাপাশি এও জানা যায় বিগত দুবছর আগে কোন এক বিবাদের জেরে এই ক্লাবের কিছু সংখ্যক সদস্য ক্লাব ছেড়ে বেড়িয়ে গিয়ে ভগৎ সিং সংঘ নামে আরও একটি নতুন ক্লাব স্থাপন করে। বিগত দু'বছর যাবৎ তারা ও কালী পুজো করে আসছে। অর্থাৎ দু বছর যাবত পাশাপাশি স্থানেই দুটি কালী পূজা হয়ে থাকে।  কালীপুজোর আগে কৈলাশহরের বিজেপি জেলা কমিটির সভাপতি ভগবান দাস দুই ক্লাবের সদস্যদের নিয়ে বৈঠক করে যাবতীয় বিবাদ মীমাংসা করার চেষ্টা করলেও কোন লাভ হয় নি।
অবশেষে পুজোর প্রথম তিন দিন নির্বিঘ্নে কাটলেও শুক্রবার রাতে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। যদিও ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে সরাসরি কারোর ওপর অভিযোগ দেওয়া হয়নি। কেবলমাত্র দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে প্রায় তিন ঘন্টা রাস্তা অবরোধ করে রাখেন। অবশেষে কৈলাশহর থানার আশ্বাসে ফ্যান্ডস ক্লাবের সদস্যরা রাস্তা অবরোধ তুলে দেন। পরবর্তীতে  অবরোধকারীরা শ্রীরামপুর এলাকায় দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল করে। অবরোধমুক্ত হলেও এখনো এলাকার মধ্যে যে কোন সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ফ্রেন্ডস ক্লাবের তরফে জানানো হয়েছে দুষ্কৃতীরা প্রায় চার লক্ষ টাকার সাজসজ্জার সামগ্রী নষ্ট করেছে।

Post a Comment

0 Comments