ধর্মনগরে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া জ্বালানির চাইতে খালি ড্রামের সংখ্যা বেশী।


IIW: বিকাশ ভট্টাচার্য্য,নিজস্ব প্রতিনিধি,ধর্মনগর :- যদি শস্যের মধ্যেই ভূতের বাস হয় তবে ভূত ছাড়াতে বিকল্প পন্থা বাছতে তো হবেই। রবিবার সকালে ধর্মনগর কামেশ্বর এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে প্রায় ৬০০ লিটার জ্বালানি সহ বেশ কিছু খালি তেলের ড্রাম। কিন্তু পুলিশ বেআইনি তেল কারবারের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি, ফলে এই অভিযান পুলিশের ব্যর্থতা নাকি সফলতা এটাই এখন মূল প্রশ্ন ।কেননা এ যাবৎকালে লক্ষ করা গেছে ,যত বারই পুলিশ জ্বালানি উদ্ধারে অভিযানে বেরিয়েছে প্রতিবারই উদ্ধার হয়েছে খালি ড্রাম । সাথে কিঞ্চিৎ মাত্র জ্বালানি তেল। ফলে বর্তমানে পুলিশের ভূমিকা নিয়ে জনগনের মনে সন্দেহ দেখা দিয়েছে। কেননা ইতিমধ্যে বেআইনি কারবারের সাথে জড়িত থাকার অপরাধে রাজ্যের একাধিক পুলিশ অফিসার সাসপেন্ড হয়েছেন। ফলে রবিবারের এই অভিযানেও পুলিশের ভূমিকায় সন্দেহ সৃষ্টি হয়েছে। কেননা  গোপন খবরের ভিত্তিতে বারবার জ্বালানি সহ বিভিন্ন আপত্তিকর সামগ্রী উদ্ধার হলেও কেন কালো কারবারিদের উদ্ধার করতে পারছে না পুলিশ।? তবে কি পুলিশ ও কালো কারবারিদের মধ্যে গোপনে কোন সমঝোতা রয়েছে! যদি এমন কিছু থেকে থাকে তবে তো বর্তমান মুখ্যমন্ত্রীর নেশা ও বেআইনি কারবার মুক্ত ত্রিপুরা গড়ার  স্বপ্ন ,স্বপ্নই থেকে যাবে।

Post a Comment

0 Comments