IIW: বিকাশ ভট্টাচার্য্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- ধর্মনগর থানার ওসি সাহেবের বক্তব্যে আপাতত স্বস্তি মিললো। সংবাদ এর জেরে নড়েচড়ে বসলেন থানার ওসি। তেল মাফিয়াদের বিরুদ্ধে বিহীত ব্যবস্থা নিতে পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ শীর্ষক সংবাদের জেরে ধর্মনগর থানার ওসি বেনিমাধব দে সাংবাদিকদের সাথে বৈঠক করে জানালেন নেশা কারবার সহ সমস্ত অবৈধ কাজে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করবেন। কারো সাথে আপোষ করবেন না। এমন কি তেল মাফিয়াদের ও ছাড় দেওয়া হবে না। দরকার পড়লে পুলিশ লাগাতর অভিযান চালাবে। উল্লেখ্য রবিবার দুপুরে পুলিশ তেল উদ্ধার করে, আর তাতেই পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ শীর্ষক সংবাদে নড়েচড়ে বসলেন থানার ওসি। তিনি সাফ জানিয়ে দিলেন যার কাছ থেকে বেআইনি তেল উদ্ধার হবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ধর্মনগর এসে তেল মাফিয়াদের কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি পর ও তেল মাফিয়াদের বাগে আনতে পারেনি পুলিশ। এবার আদা জল খেয়ে ধর্মনগর থানার ওসির নেতৃত্বে সাঁড়াশি অভিযান চালাবে পুলিশ। আর তাতে তেল মাফিয়াদের দীর্ঘদিনের মজুদ ভান্ডারে হানা পড়বে তা বলা বাহুল্য। তবে লোক দেখানো অভিযান করে পিছনের দরজা দিয়ে অপরাধী দের ছেড়েদেবার তকমা কিন্তু পুলিশের গায়ে লাগানো আছে। যেহেতু এখন থানার ওসি নিজেই ভূমিকা নিয়েছেন তাতে কোন রকমের সন্দেহের অবকাশ নেই বলে আমাদের বিশ্বাস ।
0 Comments