রাজধানীর রাজপথে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা উড়াল পুলের পাইপ ভেঙে পড়লো উদ্বোধনের আগেই।


IIW: আবীর রায়, নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- রাজধানীর রাজপথের শোভা বাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে স্বপ্নের উড়াল পুল। বাম আমলে বরাত পাওয়া উড়াল পুল, রাম আমলে উদ্বোধন এর অপেক্ষায়। সব যখন ঠিক-ঠাক, এর মধ্যেই গতকাল ঘটে গেলো এক দুর্ঘটনা। হটাৎ করেই ভেঙে পড়ে যায় উড়াল পুলের পাইপ। অল্পের জন্য রক্ষা পেল পথচারী। আকস্মিক এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন পথচলা মানুষ। এই ঘটনায় উড়াল পুলের কাজের গুণগত মান নিয়ে জনগনের মনে সন্দেহ দানা বেঁধেছে।

Post a Comment

0 Comments