"আমি তিলোত্তমা"- এক অভিনব অনুষ্ঠানের সাক্ষী রইলো ধর্মনগর।


IIW: বিকাশ ভট্টাচার্য্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- অপূর্বা বুটিকের পুজোর অনুষ্ঠান আমি তিলোত্তমা। রবিবার বিকেল ৫ টায় আমন্ত্রণ-এর প্রেক্ষাগৃহে এই ভিন্ন স্বাদের  অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্য বিধানসভা সভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহাশয়। দুর্গোৎসব ও দীপাবলির মরশুমে অপূর্বা বুটিক থেকে কেনা  পোশাক পরিহিত তিলোত্তমাদের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর যাদের ছবিতে সর্বাধিক লাইক কমেন্টস এসেছে তাদের থেকে প্রথম, দ্বিতীয় ,তৃতীয়  তিলোত্তমাকে বেছে নিয়ে পুরস্কৃত করা হয়। অপূর্বা বুটিক আয়োজিত "আমি তিলোত্তমা"-য় প্রথম স্থান দখল করে ধর্মনগরের দেবাঞ্জনা পাল, দ্বিতীয় স্থানে সৃজীতা চক্রবর্তী ও তৃতীয় স্থান দখল করে কৈলাসহরের অনামিকা চক্রবর্তী। বিজয়ীনি দের হাতে পুরস্কার তুলেদেন অপূর্বা বুটিকের কর্ণধার বানিব্রত রায় বর্মন ও দেবযানী রায় বর্মন। নাচ, গান ও আবৃত্তির সমন্বয়ে অপূর্বা বুটিকের ক্রেতাদের উচ্ছ্বাসের মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Post a Comment

0 Comments