রোড শো'র মাধ্যমে কালী মূর্তি বিসর্জন করলো ধর্মনগরের বিভিন্ন ক্লাব।


IIW: বিকাশ ভট্টাচার্য্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- কলকাতার দুর্গাপুজোর বিসর্জন উৎসবের মত এবার ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম শহর ধর্মনগরেও কালীপুজোয় নতুনত্ব দেখল মানুষ। পুজোর আনন্দ কে দ্বিগুণ করে তুলতে রোড শো'র মাধ্যমে মূর্তি বিসর্জন করলো বিভিন্ন ক্লাব। চিরাচরিত পোশাক, লোকো আঙ্গিকের ছোঁয়া আর ঢাকের তালে মাতোয়ারা হয় শহরের রাজপথ। বিভিন্ন জাতি গুষ্টির নৃত্যের তালে প্রতিমা নিরঞ্জন এ বের হয় শহরের নামি ক্লাব বয়েজ ক্লাব ও অয়াই এম সি ক্লাব। হজাগিরি, ধামাইল, চা বাগানের ঝুমুর, আদিবাসী নৃত্য পরিবেশিত হয় রাজপথের মধ্যেই। রবিবার বয়েজ ক্লাব ও অয়াই এম সি ক্লাব প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে শহরবাসীকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক ঐতিহ্য পূর্ণ রেলি উপহার দিল। অনেকেই বলছেন কলকাতার আদলে ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম শহর ধর্মনগরে ও এরকম প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান সম্পন্ন হলো। যা সবার নজর কেড়েছে এবং এটা শহরবাসীর বাড়তি পাওনা।

Post a Comment

0 Comments