IIW: বিকাশ ভট্টাচার্য্য, নিজস্ব প্রতিনিধি,ধর্মনগর :- রবিবার সাংবাদিক ডেকে ধর্মনগর থানার ওসি বেনিমাধব দে বলেছিলেন তেল মাফিয়াদের শক্ত হাতে দমন করবেন। জিরো টলারেন্স নীতি যেভাবে চলছে সেভাবেই চলবে। আজ ফের ১০০০ লিটার জ্বালানি তেল (পেট্রোল-ডিজেল) উদ্ধার করল পুলিশ। ধর্মনগরের কামেশ্বরের রাধারমন আশ্রম সংলগ্ন এলাকার একটি গ্যারেজ ও পার্শ্ববর্তী স্থানের জঙ্গল থেকে এই তেল গুলি উদ্ধার করা হয়। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তেল মাফিয়াদের ছাড় দেওয়া হবে না, এমন বক্তব্যই রেখেছিলেন থানার ওসি। আজ কথায় ও কাজের কিছুটা মিল দেখা গেল। এভাবে যদি পুলিশের সাঁড়াশি অভিযান চলতে থাকে তবে ধর্মনগরের মাটিতে তেল মাফিয়ারা আর মাথা গুজার স্থান পাবে না। বাম আমলে রাজনৈতিক আশ্রয়ে ফুলে-ফেঁপে উঠেছিল এই তেল ব্যবসা। পুলিশ কঠোর হাতে তেল মাফিয়াদের দমন করুক এটাই চায় সাধারণ মানুষ।
0 Comments