শ্রীকান্ত আর সঙ্গীতার পরকীয়ায় বাধ সাধলেন রত্না দেবী।


IIW: আবীর রায়, নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- রাজধানী তিলোত্তমা, তার অন্তরে কত পরকীয়া প্রেম জন্মনেয় রোজ, কেইবা তার খবর রাখে। তবে কথায় আছে না, চোরের দশ দিন তো গৃহস্থের এক দিন। আসলে কপাল মন্দ হলে যা হয়, তাই আর কি। ভালোই চলছিল সবকিছু, এর মধ্যে বাদ সাধল গৃহস্থ অর্থাৎ গৃহিণী। খবরে প্রকাশ, রাজধানী আগরতলার এক দামী হোটেলে শনিবার সন্ধ্যায় আই কার্ড জমা দিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে রুম ভাড়া নেন গ্ৰাম উন্নয়ন দপ্তরের বাস্তুকার শ্রীকান্ত ধল ও সরকারী ইস্কুলের শিক্ষিকা সঙ্গীতা দেবনাথ। শ্রীকান্ত ধল বর্তমানে জিরানিয়া আরডি ব্লকে কর্মরত, আর লাস্যময়ী শিক্ষিকার বাড়ি পশ্চিম প্রতাপগড় এলাকায়। রেশম বাগানের বাসিন্দা শ্রীকান্ত ধলের এই হোটেল রুমে প্রেম প্রেম খেলার খবর পৌছে যায় তার স্ত্রী রত্না শর্মার কাছে। তিনি সাথে সাথে ছুটে আসেন হোটেলে। রত্না দেবী হোটেলে আসতেই প্রকাশ্যে আসে সম্পূর্ণ ঘটনা। হোটেল কর্তৃপক্ষ বাধ্য হয়েই শ্রীকান্ত ও তার সঙ্গের লাস্যময়ীকে রুম থেকে বের করে আনেন। হোটেল থেকে বেরিয়েই রত্না দেবী পশ্চিম থানার দ্বারস্থ হয়ে মামলা দায়ের করেন। এদিকে ক্রমশ বাড়ছে শহরের হোটেল গুলোর বিরুদ্ধে অভিযোগ। পুলিশের বন্ধুত্বের হাত ধরেই নাকি মধুচক্র বাসা বেঁধেছে শহরের হোটেল গুলোতে। পর পর এ ধরনের ঘটনায় দুশ্চিন্তায় দিন কাটছে শহরবাসীর।

Post a Comment

0 Comments