IIW: সুনীল ডেকা, নিজস্ব প্রতিনিধি, অসম, ১২ নভেম্বর :- কলকাতা পর্যন্ত নেওয়ার পরিকল্পনা ছিল ধৃতের কিন্তু শেষ রক্ষা হলো না। গুয়াহাটির বড়ঝাড়ে গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করেছে সিআইএসএফ। প্ৰায় ৬.৫ কেজি সোনা-সহ গ্ৰেফতার হয় এক ব্যক্তি। ধৃত ব্যাক্তি মিজোরামের রাজধানী আইজলের বাসিন্দা, নাম লালথিথাল লিয়ানা বলে জানা গেছে।বিমানবন্দেরে কর্তব্যরত সিআইএসএফ কর্তৃপক্ষ জানিয়েছেন, কলকাতাগামী এয়ার ইন্ডিয়ার এআই ৭৩০ উড়ানের যাত্রী ছিল আইজলের বাসিন্দা লালথিথাল লিয়ানা। চেকআপের পালা আসে তার । মোটামুটি তার তল্লাশি পর্ব শেষও হয়ে যায়। কিন্তু আচমকা জনৈক জওয়ানের সন্দেহ হয়। তাকে আটক করে তার সঙ্গে বিশেষভাবে সজ্জিত ব্যাগে তালাশি চালিয়ে বিশাল পরিমাণের সোনাগুলি বাজেয়াপ্ত করা হয়। সোনার সঙ্গে লালথিথাল লিয়ানাকে আটক করেন সিআইএসএফ-এর জওয়ানরা। জেরায় নাকি সে স্বীকার করেছে, আইজল থেকে গুয়াহাটি আসার সময় জনৈক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ইন্টার সার্ভিস বাস টার্মিনাসে এই সোনাগুলি তাকে দিয়েছিল কলকাতা নিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে। আটক লালথিথালকে জেরা করে তার স্বীকারোক্তির ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। গুয়াহাটির অজ্ঞাতপরিচয় ব্যক্তি এবং কলকাতার নির্দিষ্ট জায়গার সন্ধানে তদন্ত শুরু করা হবে বলে জানানো হয়েছে। জানানো হয়েছে, বামাল ধৃতকে সেন্ট্রাল কাস্টমস দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
0 Comments