IIW: বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- বাইক সহ ড্রাগস পাচারকারী পুলিশের জালে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে রবিবার কৃষ্ণপুর স্কুল সংলগ্ন ধর্মনগর পানিসাগর সড়ক থেকে ব্রাউন সুগার সহ একটি গ্ল্যামার বাইক আটক করা হয়। বাইক চালিয়ে আসছিল কুখ্যাত ড্রাগস মাফিয়া মিন্টু মিয়া । তার কাছ থেকে ৩০ গ্রাম ব্রাউন সুগার সহ ১০০০ খালি কৌটো উদ্ধার হয়েছে। পানিসাগর চামটিলার বাসিন্দা মিন্টু মিয়া দীর্ঘদিন ধরে এই নেশার কারবার চালিয়ে আসছিল। পুলিশের গোয়েন্দা শাখা দীর্ঘদিন ধরে তার উপর নজর রাখছিল। এই অভিযানে ছিলেন খুদ পুলিশ সুপার, ধর্মনগর থানার ওসি বেনুমাধব দে, এসআই রতন রবি দাস সহ পুলিশ বাহিনী। বর্তমানে মিন্টু মিয়া পুলিশ হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য জানতে পারবে পুলিশ। পুলিশ সুপার জানিয়েছেন আজ মিন্টু মিয়া এই ব্রাউন সুগার পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল,মিন্টু আটক হওয়ায় সস্তির নিঃশ্বাস ফেলতে পারবে উত্তর জেলার মানুষ। এখন মিন্টু কে ধর্মনগর থানায় জেরা করা হচ্ছে। টিআর০২সি৭১৪৮ নম্বরের বাইকে করে ব্রাউন সুগার পাচার করছিল সে। কথায় আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন অবশেষে ধরা পরল ড্রাগস মাফিয়া মিন্টু।
0 Comments