ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে শুরু হলো ভারত বিখ্যাত জাদুকর এ.কে নন্দীর ম্যাজিক শো


IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে তিন দিন ব্যাপী জাদু ম্যাজিক ইন্দ্রজাল এর উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন। ভারতের বিখ্যাত ম্যাজিশিয়ান এ.কে নন্দী তার পূর্ণাঙ্গ ইলিউশন শো বা ইন্দ্ৰজাল প্রদর্শনী করছেন ত্রিপুরার প্রথম রেলনগরি ধর্মনগরের নবনির্মিত প্রেক্ষাগৃহ বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবন মঞ্চে । ২০ শে ডিসেম্বর, ২০১৮ বৃহস্পতিবার থেকে মাত্র দুই তিন দিন সন্ধ্যার জন্য এই বর্ণাঢ্য মেগা ম্যাজিক শো আয়োজিত করা হয়েছে। ধর্মনগর বিবেকানন্দ সার্ধ ভবন মঞ্চে এই কয়েক দিন ব্যাপী সন্ধ্যায় অনুষ্ঠিত “দ্যা গ্র্যান্ড ম্যাজিক শো" বা ইন্দ্ৰজাল প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্য বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রীযুক্ত বিশ্ব বন্ধু সেন। ২০ শে ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায়। এই মেগা ম্যাজিক শো এর উদ্বোধন হয়।ম্যাজিক বা জাদু একটি মনোমুগ্ধকর শিল্পকলা বা পারফর্মিং আর্ট এবং নির্মল বিনোদনের মাধ্যম। যেকোন বয়সের দর্শকরা একসাথেবসে জাদুকলা উপভোগ করতে পারেন । এতে নেই কোন ভাষাগত সমস্যা অর্থাৎ জাদুকরের ভাষা বুঝতে না পারলেও একজন দর্শক জাদু দেখার আনন্দ পাবেন। জাদু বা ম্যাজিক হচ্ছে সবধরনের কলা শিল্পের সমন্বয়। এতে আছে অভিনয়, বামিতারূপসজ্জায়, চিত্রশিল্প , আলোকশিল্প, সঙ্গীতশিল্প ইত্যাদি সবধরনের শিল্পের স্পর্শ। তবে জাদু বা ম্যাজিক একটি অত্যন্ত ব্যয়বহুল কলা। তাই একে বলা হয় “ হবি অব কিংস" ম্যাজিশিয়ান এ.কে নন্দী ছোটবেলা থেকেই জাদুশিল্পকে ভালোবাসেন এবং এর চর্চায় আত্মনিয়োগ করেন। ইতিমধ্যে ভারতের বিভিন্ন শহরে এ.কে নন্দী সাফল্যের সঙ্গে প্রদর্শনী করে হাজারো হাজারো দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। এ.কে নন্দী বহুবার বহু জাতীয় ও আন্তর্জাতিক জাদু উৎসবে ত্রিপুরা তথা উত্তরপূর্ব ভারতে প্রতিনিধিত্ব করেছেন। এ বছরেও প্রদর্শনীতে থাকছে পৃথিবীর বিভিন্ন দেশের আকর্ষণীয় জাদুর সম্ভার। ফ্যাস্টিভ্যাল অব জাপান", "ক্যানন্ মিস্ট্রি"- ইত্যাদির মতো প্রচুর নতুন ইলিউশন ম্যাজিক সংযোজিত হয়েছে এবার।

Post a Comment

0 Comments