IIW : আগরতলা প্রতিনিধি :- রাজ্যে আরও সাতটি নতুন ডিগ্রি কলেজ এবং ছয়টি প্রযুক্তি ও কারিগরি সংক্রান্ত বিষয়ের ডিপ্লোমা কলেজ স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। এই সঙ্গে উচ্চ শিক্ষা দফতরের কাজকর্ম-সহ অন্যান্য যাবতীয় বিষয় ডিজিটেলাইজ করা হবে। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই খবর দিয়ে জানিয়েছেন, রাজ্য উচ্চ শিক্ষা দফতরের কাজকর্ম সংক্রান্ত-সহ অন্যান্য বিষয়ে তথ্য যে কোনও জায়গা থেকে সহজেই অনলাইনে পাওয়া যায় এবং দফতরের কাজকর্মের বিষয়ে সাধারণ মানুষ যাতে জানতে পারেন তার জন্য একটি নতুন ওয়েবসাইটের সূচনা করা হয়েছে। এর ফলে আরও সহজেই মানুষ দফতরের কাজকর্ম সম্পর্কে জানতে পারবেন। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মাউস টিপে শুক্রবার দুপুরে নতুন এই ওয়েবসাইটের উদ্বোধন করেন। আগরতলার অফিসলেনে অবস্থিত শিক্ষা ভবনে এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধনে মন্ত্রী ছাড়াও উচ্চ শিক্ষা দফতরের কর্মকর্তা-সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষবর্গ উপস্থিত ছিলেন। রাজ্যে বর্তমানে মোট ২২টি ডিগ্রি কলেজ রয়েছে। সাতটি নতুন ডিগ্রি কলেজ হলে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৯টিতে
0 Comments