নারী কেলেঙ্কারী সহ পাহাড় প্রমাণ অভিযোগ, অবশেষে বরখাস্ত হল এস.ডি.এমও নিকেন্দ্র।


IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাশহর :- অবশেষে কৈলাশহর রাজীব গান্ধী মহকুমা হাসপাতালের মহকুমা স্বাস্থ্য আধিকারিক ড: নিকেন্দ্র দেববর্মাকে দপ্তর অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করল। দীর্ঘ দিন ধরে এস.ডি.এমও নিকেন্দ্র দেব্বর্মার বিরুদ্ধে দপ্তরের নিকট এমনকি স্বাস্হ্যমন্ত্রীর কাছেও মৌখিক ভাবে এবং লিখিত ভাবে অনেক অভিযোগ ছিল। মহকুমা স্বাস্থ্য আধিকারিক ড: নিকেন্দ্র দেববর্মা প্রায়ই হাসপাতালে আসেতেন না। এমন কি দপ্তরের কাউকে না জানিয়ে প্রতি সাপ্তহে আগরতলা চলে যেতেন। যার ফলে হাসপাতালের পরিষেবা সাধারন মানুষ পেত না। যেখানে মহকুমা হাসপাতালের মুল অভিভাবক মহকুমা স্বাস্থ্য আধিকারিক ড: নিকেন্দ্র দেববর্মা সেখানে  মহকুমা স্বাস্থ্য আধিকারিকই হাসপাতালে থাকেন না, যার ফলে হাসপাতালের অন্যান্য ডাক্তারও সময়মত আসেন না। এই নিয়ে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলেও মহকুমা হাসপাতালের মহকুমা স্বাস্থ্য আধিকারিক ড: নিকেন্দ্র দেববর্মার টনকও নড়ে নি। এমনই এক ঘটনার রেশ টেনে দপ্তর এবার ডঃ নিকেন্দ্র দেব্বর্মা কে বরখাস্ত করে। গত ২২শে আগষ্ট রাত্রি বেলায় হাসপাতালে ডিউটি ছিল ডঃ প্রবাল দাসের অথচ ডঃ প্রবাল দাস রাত্রি বেলায় ডিউটিতে আসেন নি। এনিয়ে ডঃ নিকেন্দ্র দেব্বর্মা কে দপ্তর গত সেপ্টেম্বর মাসে প্রাথমিক ভাবে শোকজ করেছিল। শোকজ পেয়ে এস.ডি.এমও গত নভেম্বর মাসের প্রথম সাপ্তাহে দপ্তর কে শোকজের উত্তর দেন। অবশেষে গত কাল ডঃ নিকেন্দ্র দেব্বর্মাকে অনির্দিষ্ট কালে জন্য বরখাস্ত করে দপ্তর। এবং এস.ডি.এমও পদে ডঃ সুনেত্রা শর্মা কে নিযুক্ত করে দপ্তর। ডঃ নিকেন্দ্র দেব্বর্মা কে এ বিষয়ে জিঞ্জাসা করা হলে তিনি স্বীকার করেন এই কথা।

Post a Comment

0 Comments