IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- সফল অস্ত্রপাচারের মাধ্যমে ৫৫ বছর বয়সী এক মহিলার টিউমারের অপারেশনে সফল হল জেলা হাসপাতালের চিকিৎসকরা। জেলা হাসপাতালের ডঃ শর্মিষ্ঠা চক্রবর্তী, ডঃ পুষ্পল চৌধরি, ডঃ অমিত পাল চৌধরি(অ্যামেসথিসিওলজিস্ট) সহ তাদের টিম উত্তর জেলার শাঁকাইবাড়ি এলাকার ৫৫ বছর বয়সী আফিয়ারা বেগম নামে এক জন মহিলার জবায়ু থেকে সফল অস্ত্রপ্রচারের মাধ্যমে প্রায় ২.৫ কিলো ওজনের টিউমার বের করতে সক্ষম হন। বর্তমানে সম্পুর্ণ সুস্থ রয়েছেন আফিয়ারা বেগম, ধর্মনগর জেলা হাসপাতালের এই চিকিৎসা পরিষেবায় খুশি রোগির আত্মিয়রা।হাসপাতালের ডাক্তারবাবুদের ধন্যবাদ জানান তারা।
0 Comments