IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- ১৮ টি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন কে। সেই মামলা গুলি নিয়ে সিপিএম বেশ শোরগোল করেছিল। কিন্তু অবশেষে আদালতের রায় গেলো উপাধ্যক্ষের পক্ষেই। প্রথমে ১৬ টি ও পরে দুটি মামলা থেকে বেকসুর খালাস পান বিশ্ব বন্ধু সেন। বেকসুর খালাস পাওয়ার পর অ্যাডভোকেট অজিত দাস, বাচিদ খান চৌধুরী, ইন্দ্রজিৎ পাল, দেবশ্রী ভট্টাচার্য সহ অন্যান্য এডভোকেট দের ধন্যবাদ জানান বিশ্ব বন্ধু সেন।
0 Comments