IIW : দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর :- পনরো আসন বিশিষ্ট কৈলাশহর পৌর পরিষদের ছয়টি আসনের উপ-নির্বাচনে ছয়টি আসনেই বিজেপি দলের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করে। ৩ নং আসনে কালি চক্রবর্তী, ৫ নং আসনে মধুমিতা দেব, ৭ নং আসনে সরজিৎ মালাকার, ১০ নং আসনে বুলবুল চক্রবর্তী, ১২ নং আসনে বিধু ভূষণ দাস এবং ১৪ নং আসনে অনিমা মালাকার জয়ী হন। ছয়টি আসনের মধ্যে ৫ টি তে কংগ্রেস সিপিএম বিজেপি সরাসরি ত্রিমুখী লড়াই হলেও শুধুমাত্র পাঁচ নং আসনে তৃণমূল কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী থাকায় ৫ নং আসনে চতুর্মুখী লড়াই হয়েছে। সকাল আটটায় কৈলাশহর আর কে আই স্কুলের ক্যাম্পাস হলে ভোট গণনা শুরু হয়। দুপুর ১২ টায় গণনা শেষ হয় এবং কৈলাশহরের মহকুমা শাসক বিশাল কুমার বিজেপি প্রার্থীদের জয়ী বলে ঘোষণা দেন। সব আসনেই বিজেপি দলের প্রার্থীরা জয়ী ঘোষণার পর বিজেপি রাজ্য কমিটির সম্পাদক নীতিশ দের নেতৃত্বে দলীয় কর্মীরা জয়ী প্রার্থীদের নিয়ে শহরে বিজয় মিছিল করে নিতিশ দে ছাড়াও দলের ঊনকোটি জেলা কমিটির সভাপতি বিধায়ক ভগবান দাস সহ আরো অনেকেই ছিলেন।
0 Comments