সিপিআইএম পানিসাগর মহকুমা দপ্তরে হামলা।


IIW : নিজস্ব প্রতিনিধি, দয়ানন্দ চৌধুরী, পানিসাগর :- পানিসাগর নগর পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পরই সিপিআইএম পানিসাগর মহকুমা দপ্তরে হামলা চালানোর অভিযোগ উঠল একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। ভোটের ফল প্রকাশের পরই একদল দুষ্কৃতী পার্টি অফিসে হামলা চালায়। স্থানীয় সিপিআইএম নেতৃত্বের অভিযোগ যে সেই সময় পার্টি জেলা সম্পাদক অমিতাভ দও, পার্টি সম্পাদক রসময় নাথ, প্রার্থী সহ, ভোটের কাজে নিয়োজিত কর্মীদের নিয়ে প্রাথমিক আলোচনা সভা সংগঠিত হচ্ছিল। সেই সভায় হামলা চালায় দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় অফিসের আসবাবপত্র। আক্রমণ করা হয় কর্মীদের উপর। আহত হন কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Post a Comment

0 Comments