আবারো পুলিশের জালে ধরা পড়ল গাঁজা পাচার চক্র


IIW : নিজস্ব প্রতিনিধি, দয়ানন্দ চৌধুরী, পানিসাগর :- গোপন সংবাদের ভিত্তিতে পানিসাগর থানার সাব-ইন্সপেক্টর গুরুপদ দেবনাথ এবং ওসি বিভাস দাস এর নেতৃত্বে আসাম আগরতলা জাতীয় সড়ক থেকে একটি ট্রাক গাড়ি কে আটক করে পানিসাগর থানার পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে মোট কুড়ি পেকেট গাঁজা উদ্ধার করে পানিসাগর থানার পুলিশ। জানা গেছে ওই গাড়ি থেকে মোট ১৭৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। য়ার আনুমানিক বাজারমূল্য নয় লক্ষ টাকার উপর হবে বলে অনুমান। সাথে আটক করা হয় গাড়িটির ড্রাইভার মালকিন সিং এবং আবদেস রায় নামে দুই ব্যক্তিকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলে যে গাজা গুলো আগরতলা লিচু বাগান থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

Post a Comment

0 Comments