IIW : নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- রাজ্যে পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রে ভ্যাট ও সেস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মন্ত্রী সভার বৈঠকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সচিবালয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধানের কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, দ্রব্যয়মূল্যের বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যগুলিকে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর জন্য আবেদন করেছিলেন। রাজ্য সরকার সেই আবেদনে সাড়া দিয়ে অক্টোবর মাসেই পেট্রোল ও ডিজেলের দাম রাজ্যে ৫ টাকা কমিয়েছিল। ফলে রাজ্য সরকারের ৪ কোটি টাকা রাজস্ব আয় কমে যায়। এখন প্রায় প্রতিদিনই আন্তর্জাতিক বাজারে পেট্রোল ও ডিজেলের দাম কমতে থাকায় রাজ্যের রাজস্ব আয়ও কমে যাচ্ছে। এতে রাজ্যের বিকাশের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে। সেজন্য গতকাল মন্ত্রী সভার বৈঠকে পেট্রোল এর ক্ষেত্রে ২.৫৫ টাকা ও ডিজেলের ক্ষেত্রে ২.৬৮ টাকা ভ্যাট বাড়ানো এবং সেস ১ শতাংশ করে বাড়ানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ভ্যাট ও সেস মিলে রাজ্যে পেট্রোল এর দাম বৃদ্ধি পাবে ৩ টাকা ২০ পয়সা। ডিজেলের দাম ৩ টাকা ২৯ পয়সা বৃদ্ধি পাবে। আর তা থেকে যা রাজস্ব আয় আসবে সেটা রাজ্যের বিকাশের ক্ষেত্রে লাগানো হবে বলে শিক্ষামন্ত্রী জানান।
0 Comments