IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- এটিএম প্রতারক থেকে জনসাধারণ দের বাচাতে উত্তর জেলার পুলিশ সুপার বিশেষ তদন্ত টিম তৈরি করছেন। যাতে এই প্রতারকদের ধরা যায় সহজে। মানুষকে সচেতন করার পাশাপাশি প্রতারকদের হাতেনাতে ধরতে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চক্রের মূল পাণ্ডাদের জালে তোলার প্রয়াস চালাচ্ছেন এস পি ভানু পদ চক্রবর্তী। আজ তিনি উওর জেলার সকল ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন বলে জানা গেছে। উল্লেখ্য এটিএম প্রতারকের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ। এখন পর্যন্ত ৪৭২০০০ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক দল। আলাদা আলাদা ভাবে পাঁচটি মামলা হয়েছে। সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার জানিয়েছিলেন যে বিষয়টি নিয়ে তিনি খুব চিন্তাশীল এবং এই প্রতারক রেকেটের পর্দা কিভাবে ফাঁস করা যায় তার জন্য একটি তদন্ত টিম গঠন করছেন তিনি।
0 Comments