IIW : নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- চিকিৎসককে বেধড়ক মারধরের ঘটনায় উত্তপ্ত বীরচন্দ্রনগর। জানা গেছে, চিকিৎসককে মারধোরের ঘটনায় জড়িতদের এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। যদিও এই ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন। এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের গ্রেপ্তার করতে তল্লাশি অভিযান শুরু হয়ে গেছে। ঘটনার বিবরণে জানা গেছে, মাধ্যমিক টেস্ট পরীক্ষায় পাস করতে না পারায় এক কিশোর অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। জানা গেছে, বাড়ির লোকেরা সাথে সাথে বীরচন্দ্রনগর প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় কিশোরকে। খবর পেয়ে দ্রুত কোয়াটার থেকে হাসপাতালে আসার পথে চিকিৎসকের উপর হামলা করে কিশোরের আত্মীয়রা। বেধড়ক ভাবে পেটায় ওই চিকিৎসককে। আক্রমণকারীরা হল রঞ্জিত রিয়াং এবং কারেন্দ্র রিয়াং। জানা গেছে কোয়ার্টার থেকে হাসপাতালের ইমাজেন্সি পর্যন্ত পেটাতে পেটাতে নিয়ে আসে চিকিৎসক নয়ন দাস কে আক্রমণকারীরা। তারা চিকিৎসকে হুমকি পর্যন্ত দেয় তিনি যাতে পুলিশকে কিছু না জানায়। পুলিশকে জানালে পরিণাম আরো ভয়ংকর হবে বলে আক্রমণকারীরা চিকিৎসকে হুমকিও পর্যন্ত দেয়। শেষে চিকিৎসক নয়ন দাস ভয়ে হাসপাতাল ত্যাগ করে বাড়ি চলে যান।
0 Comments