বিশালগড়ে আজ দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ভানু লাল সাহা


IIW : নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- বিশালগড়ে আজ দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ভানু লাল সাহা। ভোটার দিন এই ঘটনায় গোটা বিশালগড় মহকুমায় আতঙ্ক দেখা দিয়েছে। খবরে জানা গেছে, ভোটের খবর নিতে এক প্রার্থীর বাড়ির সামনে গিয়েছিল তিনি। তারপরই আচমকা একদল দুষ্কৃতীরা মিলে তাকে বেধড়ক মারধর করে। এমনকি তার মুখে চড় ঘুষিও মারে বলে অভিযোগ। সেই প্রার্থীর এজেন্ট ছিলেন তিনি। প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ভানু লাল সাহা জানান বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই তাকে মারধর করেছে। তিনি বিশালগড় থানায় তাদের নামধাম দিয়ে মামলাও করেছেন বলে জানান। খবর লেখা পর্যন্ত কাওকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তবে এই ঘটনায় গোটা রাজ্য জুড়েই নিন্দার ঝড় বইছে।

Post a Comment

0 Comments