IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- শনিবার কদমতলা থানা এলাকার ব্রজেন্দ্রনগর হাসপাতালে ভাংচুর চালায় এক দল দূষ্কৃতিকারিরা। অভিযোগ উঠে বি এম এস এর দিকে, ঘটনা সম্পুর্ণ মিথ্যে, সম্পুর্ণ পরিকল্পিত ভাবে বি এম এস এর নাম খারাপ করবার চেষ্টা করছে সি পি আই এম প্রচারের মাধ্যমে সাংবাদিকদের সাথে মিলিত হয়ে এমনটাই জানালেন বি এম এস উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক সুব্রত রুদ্র পাল। উল্লেক্ষ্য শনিবার দুপুরে এক দল দুষ্কৃতিকারিরা তান্ডব চালায় ব্রজেন্দ্রনগর হাসপাতালে,অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় হাসপাতালের কর্মীদের। প্রত্যক্ষদর্শীরা জানায় ১০ থেকে ১২ জনের একটি যুবক দল ভাংচুর চালায় হাসপাতালে এবং তাদের সাথে ছিল স্থানীয় দুই যুবক যাদের নাম কিশোর দাস এবং রোমেন দেব। তারা এলাকায় কুখ্যাত মাফিয়া বলেই পরিচিত। বাম আমলে সিপিএম এর নাম ধরে গুন্ডামি করত এখন বিএমএস এর তকমা গায়ে লাগিয়ে বিএমএস কে বদনাম করছে বলে অভিযোগ। এদিকে সুব্রত বাবুর বক্তব্য যে ব্রজেন্দ্রনগর হাসপাতালের গাড়ির ড্রাইভারদের সমস্যার একটা বিষয় নিয়ে কথা বলতে যান তিনি হাসপাতালে। এলাকাবাসীর তরফে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানা যায়।হাসপাতালের প্রধান না থাকায় কর্তিপক্ষের তরফে এখনো থানায় মামলা করা হয়নি। এলাকাবাসীর অভিযোগের ভিক্তিতেই পুলিশ তদন্ত শুরু করেছে।
0 Comments