খুব শীঘ্রই হার্ট অপারেশনে অত্যাধুনিক ওটি চালু হবে রাজ্যে।


IIW : আগরতলা :- খুব শীঘ্রই রাজ্যে জিবি এবং আইজিএম হাসপাতালে হার্ট অপারেশন করার ক্ষেত্রে অত্যাধুনিক ওটি চালু হবে। অত্যাধুনিক এই ওটি নির্মাণের কাজ প্রায় শেষের পথে। হৃদযন্ত্রে অস্ত্রোপচার কক্ষের কাজ ১০০% মধ্যে ৭০ % শেষ হয়ে গেছে। আর মাত্র ৩০% কাজ বাকি আছে বলে জনান স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। তিনি জানান আর বাকি ৩০ শতাংশ কাজ শেষ হয়ে যাওয়ার পরই হার্ট অপারেশনে অত্যাধুনিক ওটির উদ্বোধন হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই অত্যাধুনিক অপারেশন থিয়েটার জিবি এবং আইজিএম হাসপাতালে এ ব্যবস্থা করা হবে। তিনি জানান, উপযুক্ত উন্নত মানের অস্ত্রোপচার কক্ষের পাশাপাশি শল্য তথা কার্ডিও ভাসকুলার সার্জেনের প্রয়োজন। তবে তিনি এক্ষেত্রে আশার বানি শুনিয়েছেন বর্হিরাজ্যে কর্মরত কার্ডিও ভাসকুলার সার্জেনরা রাজ্যে আসতে আগ্রহী। এই সমস্ত কার্ডিও ভাসকুলার সার্জেনরা রাজ্যের সন্তান একথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নত মানে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার সদা তৎপর। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসকদেরকে রাজ্যে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের বিভিন্ন অংশে উন্নত মানের চিকিৎসকদের সাথে তার কথা হয়েছে তারা সবাই রাজ্যে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এই সমস্ত রাজ্যের কৃতি চিকিৎসকদের রাজ্যে ফিরিয়ে আনতে সরকার সেই লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে বলে জানান স্বাস্থ্য মন্ত্রী। অতিসত্বর রাজ্যের চিকিৎসা ব্যবস্থা আরো উন্নতি হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ।

Post a Comment

0 Comments