ছয়ঘরিয়া বেনুবন বুদ্ধ বিহারে শুরু হলো দুদিন ব্যাপী কুড়িতম বুদ্ধ মেলা।



IIW : নিজস্ব প্রতিনিধি, প্রসেনজিৎ দে, উদয়পুর :- উদয়পুরের তৈনানির আদিপুরে ছয়ঘরিয়া বেনুবন বুদ্ধ বিহারে শুরু হলো দুদিন ব্যাপী কুড়িতম বুদ্ধ মেলা।শনিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার উদ্বোধন করেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোধ রিয়াং। বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের কার্যনির্বাহী সদস্য জয় বাহাদুর জমাতিয়া, মাতাবাড়ি ব্লকের বিডিও সৌরভ দাস সহ আরো বিশিষ্ট জনেরা। মেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি অনান্য সম্প্রদায়ের মানুষেরও উপস্থিতি ছিলো লক্ষণীয়।

Post a Comment

0 Comments