বিজেপির বিরুদ্ধে প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআই এম এর।


IIW : নিজস্ব প্রতিনিধি, দয়ানন্দ চৌধুরী, পানিসাগর :- বিজেপির বিরুদ্ধে প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআই এম এর। ঘটনার বিবরণে জানা যায় পানিসাগরের ৫ নম্বর ওয়ার্ডের সিপিআই এম মনোনীত প্রার্থী অনন্ত দাস এর সমর্থনে গোটা এলাকাজুড়ে ফ্ল্যাগ, পোস্টারসহ নির্বাচনি প্রচার সজ্জা করা হয়। পাশাপাশি শাসক দল বিজেপির পক্ষ থেকে প্রচার সজ্জাও করা হয়। আচমকা গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে কে বা কারা সিপিএম দলের পক্ষ থেকে প্রচার সজ্জায় ব্যবহৃত ফ্লেগ পোস্টার বেনার তোলে রাস্তার পাশে ড্রেনে ফেলে দেয়। এ বিষয়ে সিপিআই(এম) দলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়ে । এ দিকে গোটা বিষয়টিতে শাসক দলের কাছে পতিক্রিয়া জানতে চাইলে তারা সম্পূর্ণ অস্বীকার করেছে। গোটা ঘটনাটি সিপিআই(এম) দলের চক্রান্ত বলে দাবি করেছে শাসক দল। 

Post a Comment

0 Comments