IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- প্রচুর পরিমাণে বিলাতি মদ সহ আটক নির্মল ঘোষ নামে এক ব্যক্তি। তার বাড়ি কামেশ্বর এ। আবগারি বিভাগের নির্দেশ কে কলাপাতা মনে করে ধর্মনগর সেন্ট্রাল রোডের লাইসেন্সপ্রাপ্ত কাউন্টারের মালিক বিক্রম সাহা অবৈধভাবে বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। যার কারনে ধর্মনগরের অলিতে গলিতে মদ বিক্রি হচ্ছে প্রতিদিন। নির্মল ঘোষের মত কারবারীরা বিক্রম সাহার মদের কাউন্টার থেকে মদ নিয়ে তারা বিভিন্ন জায়গায় চড়া দামে বিক্রি করছে। বিক্রম সাহার নামে এর আগেও বহু অভিযোগ ছিল এবং সংবাদ ও প্রকাশ হয়েছিল । তার বাড়িতে একবার হানা দিয়ে প্রচুর পরিমাণে বিলেতি মদ পেয়েছিল পুলিশ। ঘটনার বিবরণে প্রকাশ বিক্রম সাহার মদের কাউন্টার থেকে কামেশ্বরের উদ্দেশ্যে বিলাতি মদ নিয়ে যাওয়ার সময় পুলিশ ও গোয়েন্দা শাখার কর্মীরা নির্মল ঘোষকে জালে তুলে। তার কাছ থেকে প্রচুর পরিমাণে বিলাতি মদ উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায় বিলাতী মদ গুলি সে বিক্রম সাহার কাউন্টার থেকে এনেছে । প্রশ্ন হল বিক্রম সাহারা কিভাবে এই বাণিজ্য চালাচ্ছে আবগারি দপ্তরের কর্মকর্তারা কি ঘুমিয়ে আছেন? না মোটা অংক পেয়ে উনারা অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিলেও বাস্তবে কতখানি তা রূপ পাচ্ছে তার চিত্র পরিষ্কার। প্রশাসনিক আধিকারিক ও আমলাদের ম্যানেজ করে বিক্রম সাহার মত মানুষরা লাইসেন্সপ্রাপ্ত কাউন্টার থেকেও অবৈধভাবে বাণিজ্য চালাচ্ছে। বর্তমানে নির্মল ঘোষ ধর্মনগর থানার হেফাজতে রয়েছে। সুত্রের খবর অনুযায়ি গোয়েন্দা শাখার আধিকারিকরা কড়া নজর রাখছেন বিক্রম সাহার উপর।
0 Comments