IIW: দয়ানন্দ চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- আজ ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার সকাল এগারো ঘটিকায় পানিসাগর থানায় খবর আসে যে পূর্ব রৌয়া গ্রাম পঞ্চায়েতে এর নয়দ্রোন গ্রামে একটি রাবার বাগানের মধ্যে দেশি বন্দুক পড়ে আছে। সাথে সাথে পানিসাগর থানার ডিউটি রত অফিসার শ্রীযুক্ত সুপ্রতীম দে মহাশয় দলবল নিয়ে গ্রামের ওই রাবার বাগানে তল্লাশি চালিয়ে একটি দেশী গাদা বন্দুক উদ্ধার করে পানিসাগর থানায় নিয়ে আসেন। যদিও এই বন্দুকটি কে বা কাহারা উক্ত বাগানে ফেলে রেখেছে তাহা শনাক্ত করা যায়নি। তবে পুলিশের বক্তব্য যে, গাদা বন্দুক টি অকেজো অবস্থাতেই ফেলে রাখা হয়েছে। বর্তমানে বন্দুকটি পানিসাগর থানার হেফাজতে রাখা হয়েছে। ইনভেস্টিগেশন জারি রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
0 Comments