অভিযোগ, সিপিএম করার অপরাধে পুড়ে ছাই হল কৃষ্ণ শীলের ঘর।


IIW: আবির রায়, নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেন কৃষ্ণ শীল। আমাদের সংবাদ প্রতিনিধি জানান, বিলোনিয়া মহকুমার সাতমুড়া এলাকার বাসিন্দা কৃষ্ণ শীল। কৃষ্ণ শীল সি পি আই এম এর মতাদর্শে বিশ্বাসী। তিনি একজন সিপিএম কর্মী। এরই খেসারত দিতে হল তাকে। সাতমুড়া নিবাসী কৃষ্ণ শীলের অভিযোগ, সিপিআইএম সমর্থন করার অপরাধে গতকাল রাতে তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তার সব কটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এখন মাথাগোঁজার ও ঠাঁই নেই তার। আগুনে পুড়ে ভষ্মিভূত হয়ে যায় তার গোয়াল ঘর। সেই সঙ্গে আগুন লেগে মারা যায় তার একটি গরু। কৃষ্ণ শীল এখন একটা কথাই চিন্তা করছেন কিভাবে আবার তৈরি করবেন তার মাথা গোঁজার ঠাঁই।

Post a Comment

0 Comments