ভারতীয় জনতা পার্টির বুকে তুফান তুলে বিজয় উল্লাসে মত্ত কংগ্রেস শিবির।


উদ্ধত্য ধ্বংসের কারণ। দাম্ভিক একনাগাড়ে কখনো রাজার আসনে বসে থাকতে পারে না। জনগণ সর্বশক্তিমান, জনগণই বলে দেবেন কোনটা সঠিক আর কোনটা বেঠিক। নিয়তির কি কঠিন পরিহাস, এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির বুকে তুফান তোলে বিজয় উল্লাসে মত্ত কংগ্রেস। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে এই বিধানসভা নির্বাচন ছিল সেমিফাইনাল। এই জয় কতটা প্রভাব ফেলবে আগামী লোকসভা নির্বাচনে ? এই কথার উত্তর দিতে গিয়ে রাহুল গান্ধী জানান, লোকসভা ভোটে সব বিরোধীকে একজোট হয়ে লড়তে হবে। তবেই বিজেপিকে হারানো সম্ভব। রাহুল সাফ বলেন, প্রধানমন্ত্রী যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি রাখতে পারেননি। গতকাল আপনারা বৈঠকে দেখেছেন, আমরা অনেক ঐক্যবদ্ধ। বিজেপিকে মানুষ এখন আর চাইছে না। কংগ্রেস হয়ত জিতেছে, কিন্তু নির্বাচনে ইভিএম সমস্যা নিয়ে অনড় থাকব আমরা। তিনি বলেন ইভিএমে এখনো সমস্যা আছে। ইলেকট্রনিক যন্ত্রের ভেতরে চিপ আছে তা বদলালেই গোটা দেশের ভোট পাল্টে যায়। লোকসভা নির্বাচনে এবারের ইস্যু নিয়েই আক্রমণ করবে কংগ্রেস ও বিরোধী দলগুলো। রাহুল বলেন আমরা অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছি প্রধানমন্ত্রীকে, কিন্তু জানি প্রধানমন্ত্রী প্রতিক্রিয়া দিতে পারবেন না। মানুষ কি চাইছে সেটা তিনি শুনতে পাচ্ছেন না। তিনি তরুণ প্রজন্ম বা কৃষকরা কি বলছে শুনতে পাচ্ছেন না। তিন রাজ্যে কংগ্রেস ক্ষমতায় এসেছে। রাহুল গান্ধী জানান, কংগ্রেস ক্ষমতায় এলে সব থেকে বেশি সুবিধা পাবেন কৃষকরা। কংগ্রেস সভাপতি বলেন মানুষ যা চেয়েছে বিজেপি সেগুলো দেশকে দিতে পারেনি। কংগ্রেস গোটা দেশ কে দেখিয়ে দিয়েছে তারা আসলে কি। কংগ্রেস কর্মীদের আমি এই জয়ের জন্য আবার ধন্যবাদ দিতে চাই। এদিন সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে আসেন রাহুল গান্ধী। তিনি তিন রাজ্যে বড় জয়ের পর বলেন, নির্বাচনে পাশে থাকার জন্য রাজ্যের মানুষ, কংগ্রেস কর্মীদের ধন্যবাদ দিতে চাই। তেলেঙ্গানা, মিজোরামের জয়ী প্রার্থীদের ও অনেক শুভেচ্ছা। এই জয় কংগ্রেস কর্মী, যুবক, কৃষক, ছোট ব্যবসায়ীদের জয়। রাজ্যে সব সমস্যা গুরুত্ব দিয়ে দেখবে কংগ্রেস। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড়ে আমরা বিজেপি কে হারিয়েছি। সেখানকার মুখ্যমন্ত্রী দের হারিয়েছি। রাজ্যের উন্নয়ন করার জন্য তাদের কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তাদের অসমাপ্ত কাজ গুলি এবার সম্পূর্ণ করে দেখাবে কংগ্রেস। সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধীর জানান, এরপর কংগ্রেসের দায়িত্ব অনেক বেড়ে গেল। রাহুল বলেন, মানুষ জিএসটি, নোট বন্দি নিয়ে খুশি নয়, কংগ্রেসের এই জয় প্রধানমন্ত্রীর কাছে তারই স্পষ্ট বার্তা বহন করবে। রাহুল বলেন, বিজেপির একটি ভাবমূর্তি আছে, আমরা সেই ভাবমূর্তিকে হারাতে চাই। আজ হারিয়েছি, ২০১৯ সালেও আমরা তাদের হারাবো। তিনি বলেন, লোকসভা নির্বাচনের আগে এই বিধানসভা নির্বাচনকে তিনি প্রচন্ড গুরুত্ব দিয়েছিলেন। কারণ এই নির্বাচনের ফলাফল কংগ্রেস শিবিরকে চাঙ্গা করবে। এই নির্বাচনের ফলাফল নির্যাতিত কংগ্রেস কর্মী, যুবক, কৃষক, ছোট ব্যবসায়ীদের বাঁচার রসদ জোগাবে।

Post a Comment

0 Comments