কৈলাসহর কংগ্রেসের বিজয় মিছিল করার অপরাধে পঞ্চায়েত প্রধানকে মারধর।


IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে নূরপুর গ্রাম পঞ্চায়েত কংগ্রেস দলের অধীনে রয়েছে দীর্ঘ পনের বছর ধরে।গতকাল তিন রাজ্যে কংগ্রেসের ফল ভালো হওয়ার দরুন পঞ্চায়েতের কংগ্রেস কর্মীরা পঞ্চায়েত এলাকায় বিজয় মিছিল সংঘটিত করেন। বিজয় মিছিলের নেতৃত্বে ছিলেন পঞ্চায়েতের প্রধান মোঃ রুনু মিয়া। মিছিল শেষ হবার পর এলাকার কিছু যুবক প্রধান রুনা মিয়া কে আক্রমণ করে। এর পরিপ্রেক্ষিতে গতকাল রাতে রুনা মিয়া কৈলাসহর থানায় ছয় জন যুবকের বিরুদ্ধে এফআইআর করেন। পুলিশ আজ সকাল দশটা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। পুলিশ কেন আসামিদের গ্রেপ্তার করে নি এরই প্রতিবাদে ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান এর নেতৃত্বে কংগ্রেস কর্মীরা থানার সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। পরে থানার সামনে রাস্তায় তারা বসে পড়েন। ফলে সাধারণ মানুষ সহ গাড়ি, সবকিছু বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘন্টা পর এসডিপিও রাজিব সেনগুপ্ত ঘটনাস্থলে এসে বলেন যে, আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে। এই আশ্বাস পাবার পর রাস্তা অবরোধ প্রত্যাহার করা হয়। মোহাম্মদ বদরুজ্জামান মিডিয়ার প্রতিনিধিদের সামনে বলেন, নুরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের নেতা নীহার উদ্দিন চৌধুরী সহ ছয়জন বিজেপি কর্মী গতকাল প্রধান কে আক্রমন করেছিল পুলিশের মৌখিক আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। তবে আসামি গ্রেপ্তার না হলে কৈলাসহর কংগ্রেস বৃহত্তর আন্দোলন করবে। ঘটনা সম্পর্কে এসডিপিও রাজিব সেনগুপ্ত  বলেন, গতকাল নুরপুর এলাকায় এই ঘটনার পর বাদী বিবাদী উভয় পক্ষই থানায় আলাদা আলাদা মামলা করেছে, এবং মামলা রেজিস্ট্রিও করা হয়েছে।

Post a Comment

0 Comments