IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- "দরিদ্র, মূর্খ ইহারাই তোমার দেবতা। ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে, " বলেছিলেন স্বামী বিবেকানন্দ। আর এই মন্ত্র নিয়ে সেবা কার্য চালিয়ে যাচ্ছে কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রম। গরিব পরিবারকে শীতবস্ত্র দিয়ে সেবা কার্য করছে। কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে চন্ডিপুর, হালাইরপাড় এবং বৌলাপাসার গরীব দুঃস্থ প্রায় একশত পরিবারকে শীতের সোয়েটার এবং পুরুষদের শীতের পোষাক প্রদান করা হয়। চিনি বাগানের শিববাড়িতে উপজাতি প্রায় একশোর উপরে পরিবারকেও শীতবস্ত্র প্রদান করা হয়। কিন্তু শিববাড়িতে দরিদ্রদের সেবা রামকৃষ্ণ মিশন আশ্রম কৈলাসহর থেকে করলেও কিছু সংখ্যক সমাজদ্রোহী লোক সোশ্যাল মিডিয়াতে এবং ফেসবুকে রামকৃষ্ণ মিশন আশ্রমের দানকে নিজেদের নাম দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছে। এতে রামকৃষ্ণ ভক্ত অনুরাগীরা ক্ষোভ প্রকাশ করেছেন। "মানুষ সেবাই শ্রেষ্ঠ ধর্ম", জীব মানে মানুষের সেবা করার জন্য বলেছিলেন শ্রী রামকৃষ্ণ। রামকৃষ্ণ মিশন আশ্রম সেই ধর্ম পালন করেই কাজ করে যাচ্ছে। রামকৃষ্ণ মিশন আশ্রম কৈলাসহরের সেই ব্রত নিয়েই কাজ করছে। বন্যায় দুর্গতদের পাশে সর্বপ্রথম দাঁড়িয়েছিল কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রম। কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রম এর সম্পাদক স্বামী ত্যাগী বরানন্দ মহারাজ বলেন, কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের এই প্রয়াস আগামী দিনেও জারি থাকবে।
0 Comments