পুলিশের কাছে গাড়ি নেই, টুকটুক ভাড়া করে পুলিশ ঘটনাস্থলে গেল।


IIW: বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- এক পরিবারের তিন ভাইয়ের উপর সংঘবদ্ধভাবে আক্রমণ। চন্দ্রপুর বাজারে থমথমে পরিবেশ। ঘটনার বিবরণে প্রকাশ, সোমবার রাত্রি সাড়ে নয় ঘটিকা নাগাদ এই এলাকারই মনতোষ ভট্টাচার্য ও মনিশ ভট্টাচার্য সহ উনার এক মামা দুলু ভট্টাচার্যের উপর সংঘবদ্ধভাবে আক্রমণ চালায় ২০-২৫ জন যুবক। গতকাল সন্ধ্যায় ঘটে যাওয়া কোন একটি বিষয় নিয়ে তাদের সাথে এই যুবক দলের কথা কাটাকাটি হয় তার পরই তা হাতাহাতিতে রূপান্তরিত হয়ে যায়। পরিস্থিতি এমন হয় যে চন্দ্রপুর বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পুরো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে যায়। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসতে দেরি করে। তার কারণ হলো পুলিশের কাছে আসার জন্য গাড়ি ছিল না। রাজ্য পুলিশের বেআব্রু চেহারা আবারো প্রকাশ্যে এলো। গাড়ি না থাকায় টুকটুক ভাড়া করে ঘটনাস্থলে আসে ধর্মনগর থানার পুলিশ। গতকাল যে সংঘর্ষ ঘটে তাতে রাজনৈতিক কারণ রয়েছে, কারণ দু পক্ষই শাসকদলের। আভ্যন্তরীণ কোন বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ ঘটে বলে অনুমান। আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় চন্দ্রপুর সহ গোটা এলাকায় সোমবার রাত্রি থেকে থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যে মামলা নিয়ে তদন্ত শুরু করলেও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে এলাকাবাসীর। তবে পুলিশের কাছে গাড়ি নেই, টুকটুক ভাড়া করে পুলিশ ঘটনাস্থলে যাওয়াতে রাজ্য পুলিশের বেআব্রু চেহারা আবারো প্রকাশ্যে এলো। তাতে বেশ বোঝা যাচ্ছে রাজা বদল হলেও রাজ্য বদলায়নি।

Post a Comment

0 Comments