কৈলাসহরের রাজপথ জুড়ে চলছে কংগ্রেসের বিজয় মিছিল সঙ্গে আবির খেলা আর বাজি পোড়ানো।


IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই সারাদেশের সঙ্গে কৈলাসহরেও কংগ্রেস কর্মীরা আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন। মঙ্গলবার সকাল দশটা থেকেই কৈলাসহর শহরে অবস্থিত জেলা কংগ্রেস ভবনে দলীয় কর্মীরা ভিড় জমাতে শুরু করেন। একে একে নেতারাও আসেন অফিসে, দুপুরে দলীয় কর্মী এবং নেতারা শহরে মিছিল সংঘটিত করেন। কংগ্রেস ভবনের সামনে বাজি পোড়ানো হয়, নিজেদের মধ্যে আবির খেলা ও মিষ্টি খাওয়ানো শুরু হয়। প্রথম প্রতিক্রিয়া দিতে গিয়ে ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান মিডিয়ার প্রতিনিধিদের বলেন, গত এক বছর পূর্বে আজকের দিনে এআইসিসি এর সভাপতি হয়েছিলেন রাহুল গান্ধী এবং আজকেই দেশে পাঁচ রাজ্যের ভোটে কংগ্রেস যে ফল করেছে তাতেই পরিষ্কার দুহাজার ঊনিশে বিজেপির পতন নিশ্চিত। এবং কেন্দ্রে কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হবেই হবে।

Post a Comment

0 Comments