IIW: দয়ানন্দ চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- আজ সকাল আনুমানিক দশটা তিরিশ মিনিট নাগাদ পানিসাগর থানাধীন জুরি আর এফ এডিসি ভিলেজ এর অন্তর্গত কুকিনালা গ্রামের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা চিনামনি রিয়াং বয়স(৫৫) নিজের স্ত্রী রূপাবতী রিয়াং বয়স(৪৫) কে ধারালো অস্ত্র (দা) দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। রূপাবতী রিয়াংয়ের মাথায় ও হাতে বেশ জখম হয়, হাত দু টুকরো হয়ে যায়। চিনামনি রিয়াং এর ছেলে সর্বজীৎ রিয়াং জানান, বিগত প্রায় এক বৎসর যাবত ওর বাবা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। মাঝেমধ্যে পাগলের মত আচরণ করেন। তবে ডাক্তারি চিকিৎসার পরিবর্তে তারা কবিরাজি চিকিৎসা করাচ্ছিলেন। এতেও কোনো সুফল পাওয়া যায়নি। আজ সকালে হঠাৎ করে দা নিয়ে হামলে পড়েন তার মায়ের উপর।আশেপাশের লোকজন এসে চিনামনিকে ধরে বেঁধে রাখে ও পানিসাগর পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে চীনামনিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গুরুতর অবস্থায় রূপাবতী কে প্রথমে জলেবাসা হাসপাতালে ও পরে ধর্মনগর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।
0 Comments